নিজস্ব প্রতিবেদন : সীমান্তরেখা বরাবর মনোয়ালের এই চৌকি থেকে সাধারণ মানুষদের তাক করে গোলা-গুলি করত পাক সেনা। অনেকদিন ধরেই সে খবর ভারতীয় সেনার কাছে ছিল। অবশেষে শুক্রবার ভোর রাতে পাকিস্তানের সেই চৌকি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের দেগওয়ার অঞ্চলে এর আগেও একাধিকবার সাধারণ মানুষকে লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে পাক সেনা। একাধিকবার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ক্ষমতায় ফিরলে বিভিন্ন ক্ষেত্রে করের হার কম করবে এনডিএ সরকার: জেটলি



বৃহস্পতিবার মানোয়ালের পাক চৌকি থেকে উড়ে আসা গোলায় গুরুতর আহত হন তিনজন সাধারণ মানুষ। বহুদিন ধরেই সীমান্তবর্তী অঞ্চলের মানুষ অভিযোগ করছিলেন, সাধারণ মানুষ ও ঘর-বাড়ি তাক করে গোলা-গুলি চালায় মানোয়ালের পাক চৌকি। ভারতীয় সেনা ও বিএসএফ-এর তরফে শুক্রবার ভোর রাতে যৌথ অভিযান চালানো হয়। ভারতীয় সেনার অতর্কিত হামলা ঠাওর করতে পারেনি পাক সেনা। কিছু বুঝে ওঠার আগেই তাদের মানোয়ালের চৌকি ধ্বংস হয়। পাক চৌকি ধ্বংসের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।