Omicron আশঙ্কায় আন্তর্জাতিক যাত্রীদের ভারত-প্রবেশে নিয়ন্ত্রণ করল কেন্দ্র
করোনার `ওমিক্রন` প্রজাতির প্রাদুর্ভাবের পর বিদেশি যাত্রীদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিভিন্ন দেশ।
নিজস্ব প্রতিবেদন: কোভিড ভাইরাসের নতুন প্রজাতি মাথা চাড়া দেওয়ায় আন্তর্জাতিক যাত্রীদের জন্য ভ্রমণ সংশোধিত বিধিনিষেধ জারি করল ভারত সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হবে এই নতুন নির্দেশিকা। রবিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিদেশি যাত্রীদের জন্য নিয়ম চালু করেছে। ভারতে আসার আগে যাত্রীদের ১৪ দিনের ভ্রমণ তালিকা ও আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে এয়ার সুবিধা পোর্টালে।
করোনার 'ওমিক্রন' প্রজাতির প্রাদুর্ভাবের পর বিদেশি যাত্রীদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিভিন্ন দেশ। নয়াদিল্লিও সংশোধিত নির্দেশিকা জারি করেছে। নতুন নির্দেশিকা বলছে-
-টিকা নেওয়া থাকলেও বিমান বন্দরে 'ঝুঁকিপূর্ণ' দেশগুলি থেকে আসা সব যাত্রীদের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হবে।
- কোভিড ধরা পড়লে নিভৃতবাসে যেতে হবে। কোভিড বিধি অনুযায়ী চলবে চিকিৎসা। তাঁদের নমুনা জেনোম সিকোয়েন্সিং করা হবে।
- থার্মাল স্ক্রিনিংয়ের পর উপসর্গহীন যাত্রীদের বিমানে উঠতে হবে। সব যাত্রীদের অরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা আবশ্য়ক।
- যাত্রীদের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও ৭ দিন নিভৃতবাস বাধ্যতামূলক। সাত দিন পর আট দিনের মাথায় ফের কোভিড পরীক্ষা করা হবে।
- নতুন নির্দেশিকা অনুযায়ী ৫ শতাংশ যাত্রীই 'ঝুঁকিপূর্ণ' দেশগুলি থেকে আসেন না। তাঁদেরও যখন-তখন পরীক্ষা করা হবে।
- কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকল যাত্রীকে ১৪ দিনের নিভৃতবাস করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ঝুঁকিতে থাকা দেশগুলি হল- ইউরোপিয়ান দেশগুলি, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইজরাইল।
আরও পড়ুন- মহিলা সাংসদ-পরিবৃত Shashi Tharoor! নেটদুনিয়া একহাত নিল কং-সাংসদকে
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)