নিজস্ব প্রতিবেদন: কোভিড ভাইরাসের নতুন প্রজাতি মাথা চাড়া দেওয়ায় আন্তর্জাতিক যাত্রীদের জন্য ভ্রমণ সংশোধিত বিধিনিষেধ জারি করল ভারত সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হবে এই নতুন নির্দেশিকা। রবিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিদেশি যাত্রীদের জন্য নিয়ম চালু করেছে। ভারতে আসার আগে যাত্রীদের ১৪ দিনের ভ্রমণ তালিকা ও আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে এয়ার সুবিধা পোর্টালে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার 'ওমিক্রন' প্রজাতির প্রাদুর্ভাবের পর বিদেশি যাত্রীদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিভিন্ন দেশ। নয়াদিল্লিও সংশোধিত নির্দেশিকা জারি করেছে। নতুন নির্দেশিকা বলছে-



-টিকা নেওয়া থাকলেও বিমান বন্দরে 'ঝুঁকিপূর্ণ' দেশগুলি থেকে আসা সব যাত্রীদের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হবে।  
- কোভিড ধরা পড়লে নিভৃতবাসে যেতে হবে। কোভিড বিধি অনুযায়ী চলবে চিকিৎসা। তাঁদের নমুনা জেনোম সিকোয়েন্সিং করা হবে।
- থার্মাল স্ক্রিনিংয়ের পর উপসর্গহীন যাত্রীদের বিমানে উঠতে হবে। সব যাত্রীদের অরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা আবশ্য়ক।
- যাত্রীদের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও ৭ দিন নিভৃতবাস বাধ্যতামূলক। সাত দিন পর আট দিনের মাথায় ফের কোভিড পরীক্ষা করা হবে। 
- নতুন নির্দেশিকা অনুযায়ী ৫ শতাংশ যাত্রীই 'ঝুঁকিপূর্ণ' দেশগুলি থেকে আসেন না। তাঁদেরও যখন-তখন পরীক্ষা করা হবে।
- কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকল যাত্রীকে ১৪ দিনের নিভৃতবাস করতে হবে।    



স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ঝুঁকিতে থাকা দেশগুলি হল- ইউরোপিয়ান দেশগুলি, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইজরাইল।                       


আরও পড়ুন- মহিলা সাংসদ-পরিবৃত Shashi Tharoor! নেটদুনিয়া একহাত নিল কং-সাংসদকে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)