নিজস্ব প্রতিবেদন: চরম উত্তেজনা লাদাখ সীমান্তে। ফিঙ্গার-৪ এ পিএলএর আরও কাছে পৌঁছে গেল ভারতীয় জওয়ানরা। সীমান্তে চিনের উস্কানিমূলক কার্যকলাপের মাঝেই সূত্রের খবর অনুযায়ী, প্যাংগং হ্রদের উত্তর তীরে নিজেদের আধিপত্য কায়েম করল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্যাংগং হ্রদের ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ দখল করে বসেছিল পিএলএ। একাধিক কমান্ডার পর্যায়ের বৈঠকে ভারত বারবার  চিনকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চিনের দিকে সরে যেতে বলে যাচ্ছিল। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার ও মঙ্গলবার রেজাংলার কাছে উস্কানিমূলক কাজ করেছিল চিনা সেনা। ৭ সেপ্টেম্বর "গুনাদাও ব্লেড" হাতে তেড়ে এসেছিল বেজিং।


তবে অনুপ্রবেশের চেষ্টা বারাবরই রুখে দিয়েছে ভারতীয় সেনা। যদিও উত্তাপ কমেনি সীমান্তে। প্রায় ৫০ হাজার চিনা সেনা মোতায়েন রয়েছে পূর্ব লাদাখে। দক্ষিণ প্যাংগংয়েও রয়েছে ৫ থেকে ৭ হাজার পিএলএ। তবে শান্তির বার্তা দিলেও দেশের প্রতিরক্ষার স্বার্থে আঘাত হানতেও প্রস্তুত ভারত। তার মধ্যেই এই প্রথম সামনা সামনি বসে বৈঠক করতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ফাই।


আরও পড়ুন: মোটর বোটে চেপে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা! তাড়া খেয়ে ফিরল চিনা সেনা