ওয়েব ডেস্ক: জিডিপির নিরিখে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির মর্যাদা পেল ভারত। বুধবার তথ্যপ্রকাশ করে একথা জানিয়েছে ওয়ার্ল্ড মনিটরি ফান্ড বা আইএমএফ। সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতের অর্থনীতির আকার ২.৬ লক্ষ কোটি টাকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অর্থনীতির বহরের নিরিখে ফ্রান্সকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। তালিকায় ভারতের আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান, জার্মানি ও ব্রিটেন। তালিকায় ভারতের এই উত্থানকে 'যুগান্তকারী উন্নয়ন' বলে দাবি করেছেন অর্থ মন্ত্রকের এক আধিকারিক। তাঁর কথায়, প্রাথমিকভাবে এই তথ্য প্রতীকি মনে হলেও এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। 


পার্টি কংগ্রেসে চরমে জোট দ্বন্দ, তবে কি ভাঙনের মুখে সিপিএম?


একই সঙ্গে এদিন দেনা কমাতে সরকারের পদক্ষেপকে সদর্থক বলে স্বীকৃতি দিয়েছে আইএমএফ। তথ্য বলছে ২০১৭ সালে জিডিপির ৭০ শতাংশ ঋণ নিয়েছে ভারত। চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আন্তর্জাতিক সংস্থাটি।