`শুনেছেন, নবরাত্রি ব্রত পার্টি দেওয়া হচ্ছে?` প্রশ্ন নকভির
Zee News India Ka DNA 2019 Conclave-এ বিভিন্ন ইস্যুতে নিজের মতপ্রকাশ করছেন রাজনৈতিক নেতারা।
নিজস্ব প্রতিবেদন: "জি নিউজ ইন্ডিয়া কা ডিএনএ ২০১৯" শীর্ষক অনুষ্ঠানে এসে 'সবকা সাথ সবকা বিকাশ' স্লোগানই তুলে ধরলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নকভি। নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে শুরু হয়েছে Zee News India Ka DNA 2019 Conclave। এই আলোচনাচক্রে জম্মু-কাশ্মীর থেকে দেশএর অর্থনীতি, আগামী লোকসভা নির্বাচন থেকে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নিজেদের মত জানাবেন শাসক-বিরোধী উভয় পক্ষই।
রমজান মাসে ইফতার পার্টি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তাজ প্যালেস হোটেলে ২ বছর পর ইফতার পার্টি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওই পার্টিতে উপস্থিত হয়েছিলেন সীতারাম ইয়েচুরি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বও। তবে দল হিসাবে বিজেপি এমন কোনও অনুষ্ঠানের আয়োজন করেনি। তবে, নিজের বাড়িতে তিন তালাকের ভুক্তভোগী মুসলিম মহিলাদের নিয়ে ইফতার পার্টির ব্যবস্থা করেছিলেন মুখতার আব্বাস নকভি। তবে, ইফতারের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলায় আপত্তি রয়েছে বিজেপির এই সংখ্যালঘু নেতার। তাঁর কথায়, ''আমি রাজনৈতিক ইফতার পার্টির বিরোধী। কারণ, এটা শুধুমাত্র রাজনৈতিক আলোচনার মঞ্চই হয়ে ওঠে। কখনও শুনেছেন নবরাত্রি ব্রত পার্টি দেওয়া হচ্ছে?''
হজের ভর্তুকি বন্ধ নিয়ে নকভি বলেন, ''কেন মুসলিমদের ভর্তুকি দেওয়া হচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন মুসলিম সংগঠনের সঙ্গে কথা বলে দেখেছি, সকলেই বিষয়টি বুঝতে পেরেছে। বরং আমরা ভর্তুকির অবসান ঘটিয়ে বিমানের টিকিটে স্থিতাবস্থা এনেছি।'' একইসঙ্গে নকভি স্পষ্ট করেছেন, বিজেপি তোষণের রাজনীতিতে বিশ্বাসী নয়। তাঁর মতে, ''শুধুমাত্র সংখ্যালঘু নয়, বরং সব সম্প্রদায়ের উন্নতিতেই কাজ করছে বিজেপি। তোষণ নয়, সংখ্যালঘুর ক্ষমতায়নই চায় বিজেপি। ক্ষমতায় আসার পর থেকে 'সবকা সাথ সবকা বিকাশ'ই মোদী সরকারের লক্ষ্য', এই বলেই নিজের বক্তব্যে ইতি টানেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী।
আরও পড়ুন- ধর্ম লুকিয়ে তরুণীকে বিয়ে, জোর করে ধর্মান্তরণের পর ধর্ষণ