নিজস্ব প্রতিবেদন: করোনা বিধ্বস্ত দেশ হিসেবে সারা বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। এই নিয়ে টানা দ্বিতীয় দিন হিসেবে একদিনে ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড হলো সারা দেশে। এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। যার ফলে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রাজিলের মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬। তবে এখনও প্রথম স্থানে আমেরিকা। সে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। এক মাস ধরে সারা বিশ্বের মধ্যে প্রতিদিন সর্বোচ্চ করোনা আক্রান্তর হদিশ মিলছে ভারতে।


তবে দেশে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও। দেশে এপর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ লক্ষ ৫০ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৫৬৪ জন। দেশে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭১ হাজার ৬৪২ জন। দেশে এপর্যন্ত মোট ৪ কোটি ৯৫ লক্ষ মানুষের করোনা পরীক্ষা হয়েছে।


আরও পড়ুন: পরিবারের মোহ থেকে বেরিয়ে আসুন, এবার সোনিয়াকে ফের পত্রবোমা ৯ কংগ্রেস নেতার