নিজস্ব প্রতিবেদন: অসহিষ্ণুতা ও মানবাধিকার নিয়ে ফের একবার মুখ খুলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একই সঙ্গে দেশে ধনের অসাম্য বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। নয়া দিল্লিতে এক সম্মেলনে প্রণববাবু একথা বলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লিতে প্রণব মুখোপাধ্যায় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রণববাবু ফের একবার অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, 'যে দেশ গোটা বিশ্বকে বাসুধৈব কুটুম্বকমের মন্ত্রে সহিষ্ণুতা, সৌজন্য ও ক্ষমার পাঠ পড়িয়েছে সেখান থেকেই এখন রোজ অসহিষ্ণুতা ও ক্ষোভ বাড়ছে। রোজ মানবাধিকার হননের খবর আসছে।' প্রণববাবুর কথায়, 'রাষ্ট্র বিবিধতা ও সহিষ্ণুতাকে স্বাগত জানালে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব বাড়ে। দৈনন্দিন জীবন থেকে ঘৃণার বিষকে সরিয়ে ফেললেন সেখানে শান্তি ও ভাতৃত্ব বসত গড়তে পারে।'


তিনি বলেন, 'যে সব দেশে নাগরিকদের আবশ্যিক পরিকাঠামো ও অধিকার নিশ্চিত করতে পেরেছে, যাদের সামাজিক সুরক্ষা অনেক সুদৃঢ়, যেখানে স্বশাসন আছে সেখানে মানুষ অধিকতর সুখী জীবন যাপন করে। যেখানে ব্যক্তিগত সুরক্ষার নিশ্চয়তা আছে ও গণতন্ত্র সুরক্ষিত সেখানে মানুষ বেশি সুখী।' 


রাম মন্দিরের দাবিতে রবিবার আরএসএসের হুঙ্কার র‍্যালি, থমথমে অযোধ্যায় জারি ১৪৪ ধারা


প্রণববাবু বলেন, 'আর্থিক অবস্থা যাই হোক না কেন জনজীবনে শান্তির বাতাবরণ থাকলে সমাজ খুশি থাকে। উলটোটা হলে প্রগতিশীল অর্থব্যবস্থা হলেও দেশে সুখী মানুষ খুঁজে বার করা মুশকিল হবে।'


এদিন গুরুনানকের ৫৪৯তম জন্মদিনে তাঁকে স্মরণ করেন প্রণববাবু। বলেন, বর্তমান পরিস্থিতিতে গুরুনানকের শান্তি ও একতার বাণী মনে করা উচিত। চাণক্যকে মনে করিয়ে প্রণববাবু বলেন, 'প্রজার সুখেই রাজার সুখ।'