নিজস্ব প্রতিবেদন: এ বার ভারতও বানাবে বাঁধ। বাঁধ মানে, ১০ গিগাওয়াটের হাইড্রোপাওয়ার প্রজেক্ট। বানাবে ব্রহ্মপুত্র নদের ওপর। ক'দিন আগেই খবর এসেছিল, চিন সে দেশের 
ব্রহ্মপুত্র নদের উপর জলবিদ্যুৎ প্রকল্প বানাবে। সেটা শুনে ভারতের তরফে আপত্তিই তৈরি হয়েছিল। কেননা চিনের ওই বাঁধের প্রভাবে ভারত-ভূখণ্ডের কিছু অংশে বন্যার আশঙ্কাও থাকছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু তার পরই ভারতের এই ঘোষণা। কূটনৈতিক মহল মনে করছে, ভারত বাঁধ এবং জলবিদ্যুৎ-প্রকল্পের প্রশ্নে চিনকে চাপে রাখতেই নিজের দেশে পাল্টা বাঁধ এবং পাওয়ার প্রজেক্টের ঘোষণা করেছে। কূটনৈতিক মহলের আশঙ্কা উড়িয়েও দেওয়া যায় না। কেননা, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের তরফে জানানোও হয়েছে, চিনের জলাধার নির্মাণের ফলে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করার জন্যই অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের উপর জলাধার বানানো প্রয়োজন।


ভারত-চিন পারস্পরিক সম্পর্ক বহু দিন থেকেই যথেষ্ট মেঘাচ্ছন্ন। লাদাখ সীমান্তেও বিপুল উত্তেজনা। সেই উত্তেজনার ফসলই কি এই বাঁধ-যুদ্ধ?


আরও পড়ুন:  চলতি মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১০দিন, জেনে নিন বাংলায় কবে কবে?