নয়াদিল্লি: মুম্বই হামলার মাস্টার মাইন্ড জাকি-উর রহমান  লকভিকে জামিন দেওয়ার প্রসঙ্গে সংসদে বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবিষয়ে কড়া অবস্থান পাকিস্তানের কাছে স্পষ্ট করেছে বলে সংসদকক্ষে জানিয়েছেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাকভি কী ভাবে পাকিস্তানের জেল থেকে জামিন পেতে পারেন, তা নিয়ে সংসদের ভিতরেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।  


আন্তর্জাতিক চাপের সামনে শেষপর্যন্ত ঢোঁক গিলছে পাকিস্তান। মুম্বই সন্ত্রাসের মূল পান্ডা জাকিউর রহমান লকভি জেল থেকে যাতে কোনওভাবেই ছাড়া না পায়, সেজন্য উদ্যোগী হয়েছে ইসলামাবাদ। নতুন একটি মামলায় লকভিকে ফের হেফাজতে নিল পাক পুলিস। গতকালই ইসলামাবাদের একটি কোর্টে জামিন পেয়ে যায় লকভি।


এরপরই তুমুল শোরগোল পড়ে যায়। সমালোচনায় সরব হয় নয়াদিল্লি। চাপে পড়ে গতকালই পাক সরকার বলে টেকনিক্যাল সমস্যার কারণে ভুল করে জামিন দেওয়া হয়েছিল লকভিকে। মুম্বই সন্ত্রাসের অন্যতম পান্ডাকে হেফাজতে নিতে ফের উদ্যোগী হবে বলেও জানায় তারা।