নিজস্ব প্রতিবেদন-  দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা গিয়ে পৌঁছোল ২ লক্ষ ৯৫ হাজারে। একদিনের আক্রান্তের সংখ্যা দেখলে, তারতেই নয়, বিশ্বেও সর্বোচ্চ বলে জানা যাচ্ছে। আর পরিসংখ্যান বলছে, একদিনের আক্রান্তের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে গেল ভারত। চলতি বছেরর ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮৯ হাজার ১৯৫ জন। সেই হিসেব দেখলে বুধবার রেকর্ড দৈনিক সংক্রমণ করল ভারত। বুধবার রাতের মধ্যেই সংখ্যাটা ৩ লক্ষ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লাফিয়ে বাড়ছে Covid সংক্রমণ; অক্সিজেনের ঘাটতি চরমে, Total Lockdown-এর সম্ভাবনা মহারাষ্ট্রে


শুধু দৈনিক সংক্রমণই নয়, একদিনের মৃত্যুর সংখ্যাতও রেকর্ড গড়ল ভারত। বুধবার দেশে এই প্রথম একদিনে মৃত্যু ২ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। কোভিড ১৯ ভাইরাস দেশে এখনও অবধি প্রাণ কেড়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের। বুধবার দেশে ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন দৈনিক আক্রানত্ সহ দেশে এখন অবধি মোট আক্রান্ত হলেন ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। মোট আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।