নিজস্ব প্রতিবেদন: সর্বদলীয় বৈঠকের পর শুক্রবার চিনকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গলওয়ান নিয়ে চিনতে সমঝে দিল বিদেশমন্ত্রকও। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গলওয়ান উপত্যকায় ঐতিহাসিকভাবে অধিকার রয়েছে ভারতের। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের মিথ্যা ও মনগড়া দাবি স্বীকার করা হবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সকালে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র দাবি করেন, গালওয়ান উপত্যকা চিনের ভূখণ্ড। ওই এলাকায় টহল দেয় চিনের সেনাবাহিনী। সেই দাবি খারিজ করে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন,''অতীতে যে সমঝোতা হয়েছিল, তার সঙ্গে গালওয়ান উপত্যকায় চিনের দাবি বেমানান। চিন অনুপ্রবেশের চেষ্টা হলে উপযুক্ত জবাব দেবে ভারতীয় সেনা।'' তাঁর কথায়, ''গালওয়ান উপত্যকায় ভারতের অবস্থান ঐতিহাসিকভাবে স্পষ্ট।  চিনের মনগড়া ও অসামঞ্জস্যপূর্ণ দাবি মানা হবে না। এটা অতীতে চিনের অবস্থানের সঙ্গে মিলছে না।''    


মে মাসের মাঝামাঝি থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানান শ্রীবাস্তব। তাঁর কথায়, ''প্রতিবারই উপযুক্ত জবাব দিয়েছে সেনা। ভারত আশা করে, দুই দেশের বিদেশমন্ত্রীরা সীমান্তে শান্তিরক্ষায় সম্মত হয়েছেন, তা মেনে চলবে চিন।''


প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে তাদের ভূখণ্ডে ভারতীয় সেনা ঢুকে পড়েছিল বলে অভিযোগ করেছে চিন। সেই অভিযোগ নস্যাত্ করেছে বিদেশমন্ত্রক। জানিয়েছে, কখনও প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করেনি ভারতীয় সেনা। ভারত নিজেদের ভূখণ্ডেই পরিকাঠামো তৈরি করছে। নিজেদের এলাকাতেই নিয়ম মেনে টহলদারি করেছে সেনা।


আরও পড়ুন- চিন 'দুঃসাহস' দেখালে পাল্টা, লাদাখে উড়ছে অ্যাপাচে অ্যাটাক ও মিগ-২৯