ওয়েব ডেস্ক : ফের সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণায়। যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নতি ঘটাতে মহাকাশে GSAT-17 উপগ্রহ পাঠাল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO। গতকাল রাত ২টো বেজে ২৯ মিনিটে আরিয়ানা ৫ রকেটে চাপিয়ে কক্ষপথে ছাড়া হয় GSAT-17-কে। এই উপগ্রহটির ওজন ৩ হাজার ৪৭৭ গ্রাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণে কেন্দ্রীয় ক্যাবিনেটের সিলমোহর


দক্ষিণ আমেরিকার উতক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে এর আগে ২০টি উপগ্রহ মহকাশে পাঠিয়েছে ISRO। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO-র তরফে জানানো হয়েছে GSAT-17 উপগ্রহটি সিওসিনক্রোনাইজড ট্রানস্ফার অরবিট-এ উৎক্ষেপণ করা হবে। ‘সি’, ‘এক্সটেন্ডেড সি’ এবং ‘এস’ ব্যান্ডের পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখতেই তা কাজ করবে। এই উপগ্রহটির মধ্যমে আরও উন্নত পরিষেবা মিলবে যোগাযোগ ব্যবস্থায়।