নয়া দিল্লি: চিন ও পাকিস্তানের সঙ্গে পরমাণু যুদ্ধের জন্য ভারতকে প্রস্তুত থাকার পরামর্শ দিলেন ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল পিপি রেড্ডি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উপমহাদেশে পরমাণু যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিলেন না তিনি।


রেড্ডির দাবি পাকিস্তানকে ক্রমাগত অস্ত্র সরবারহ করে যাচ্ছে চিন।


''আমাদের দুই প্রতিবেশীই পরমাণু শক্তিধর। জঙ্গি হানার সম্ভাবনা সবসময়ই থেকে যাচ্ছে। দু'দিক থেকেই সতর্ক থাকতে হবে ভারতকে। যে কোনও ধরণের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।'' মন্তব্য করেছেন রেড্ডি।


তাঁর মতে চিন প্রতিবেশি দেশগুলিকে ধার দিচ্ছে, বন্দর তৈরি করতে সাহায্য করছে, অস্ত্রের যোগান দিচ্ছে। যদিও বর্তমানে ভারতের প্রতিরক্ষা বাহিনী চিনের সমকক্ষ নয় বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।


সীমান্তে লাগাতার ভারত-পাক গুলির লড়াইয়ের মধ্যেই আশঙ্কাপূর্ণ বিবৃতি দিলেন রেড্ডি।


অন্যদিকে, পাকিস্তানকে আর্থিক সাহায্য দানের পথ প্রসস্থ করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র সচিব জন কেরি দাবি করেছেন সন্ত্রাস দমনে ঠিক পথেই এগোচ্ছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ভারত।