নিজস্ব প্রতিবেদন : ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য লড়াই বন্ধ করুক ভারত। ওই অঞ্চল পাকিস্তানেরই।’এমনই মন্তব্য করে ফের বিতর্কে ফারুক আবদুল্লা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাতকারে ফারুক আবদুল্লা বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কি ভারতের অংশ? ৭০ বছর পার হয়ে গিয়েছে। ভারত এখনও ওই অঞ্চলে নিজেদের ঘাঁটি তৈরি করতে পারেনি। আর সেই কারণেই পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের অংশ বলেই দাবি করে পাকিস্তান।’


আরও পড়ুন : কর্তাদের খুশি করতে অশ্লীল নাচতে হল নার্সদের!


ফারুক আবদুল্লার ওই মন্তব্য সামনে আসার পর ফের বিতর্ক শুরু হয়। বিজেপি নেতা রাম মাধব জানান, ফারুক আবদুল্লার এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, জম্মু কাশ্মীর নিয়ে ফারুক আবদুল্লার ধারণা ক্রমশ বদলাচ্ছে। জম্মু কাশ্মীরের যে অঞ্চলগুলি অবৈধভাবে পাকিস্তান দখল করে রয়েছে, তা ভারতেরই। অর্থাত পাকিস্তান যতই ওই অঞ্চলে ডেরা করে থাকুক না কেন, ওই সমস্ত অঞ্চল ভারতের বলেও পাল্টা সুর চড়ান রাম মাধব।


প্রসঙ্গত সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ বলে বিতর্কে জড়ান ঋষি কাপুর। শুধু তাই নয়, মৃত্যুর আগে ছেলে রণবীর এবং মেয়ে রিদ্ধিমাকেও পাকিস্তান ঘোরাতে চান বলে মন্তব্য করেন বলিউডের ওই বর্ষীয়ান অভিনেতা। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়।