নিজস্ব প্রতিবেদন: ভারতকে 'হিন্দু রাষ্ট্র' ঘোষণা করা উচিত। এবার এমন দাবি উঠল আদালতের অন্দর থেকে। সোমবার এক রায়ে এমনই পর্যবেক্ষণ জানালেন মেঘালয় হাইকোর্টের বিচারপতি এসআর সেন। স্থায়ী বাসিন্দার শংসাপত্র এক মামলার শুনানিতে আরও চাঞ্চল্যকর সব পর্যবেক্ষণ জানিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিচারপতি সেন তাঁর রায়ে লিখেছেন, '১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। সেই মতো পাকিস্তান নিজেকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেছে। ভারতকেও হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত।' বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, 'ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা উচিত নয়। আমার মনে হয় এই পরিস্থিতির গুরুত্ব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিই বুঝতে পারেন। ভারতের ইসলামিকরণ রুখতে তাঁর উপযুক্ত পদক্ষেপ করা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁকে সমর্থন করা উচিত।'



একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে বিচারপতি সেন বলেন, 'ভারতের সমস্ত নাগরিকের জন্য একই আইন হওয়া উচিত। যে সেই আইন মানতে অস্বীকার করবে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত সরকারের।' 


মালিয়ার পর এবার মেহুল চোক্সি? বড় সাফল্য পেল মোদী সরকার


একই সঙ্গে প্রতিবেশী ইসলামিক দেশগুলি থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ ও খ্রিস্টান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য আইন আনতে অনুরোধ করেছেন তিনি। বিচারপতি সেনের রায়ে উল্লেখ করেছেন, এব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও সাংসদদের পদক্ষেপ করতে হবে। 


রাজ্য সরকার স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিতে অস্বীকার করায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সেই মামলায় এই রায় দিয়েছেন বিচারপতি সেন।