নিজস্ব প্রতিবেদন: সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বসূচকে আরও দু'ধাপ নীচে নেমে গেল ভারত। Reporters Without Borders বা আরএসএফ নামে একটি সংস্থা রিপোর্ট পেশ করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী, ১৩৬ নম্বর স্থান থেকে ভারতের ঠাঁই হয়েছে ১৩৮ নম্বরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'মোদীর জাতীয়তাবাদ'কে দায়ী করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, অনলাইনে সাংবাদিকদের নিশানা করছে উগ্র জাতীয়তাবাদীরা। Reporters Without Borders-এর মতে, ''জাতীয় বিতর্কের বিষয় হয়ে উঠেছে 'দেশদ্রোহিতা'। মুখ্য সংবাদমাধ্যম ও সাংবাদিকদের উপরে বাড়ছে সেন্সরশিপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিশানা করছে উগ্র জাতীয়তাবাদীরা। এমনকি নিগ্রহের হুমকিও দেওয়া হচ্ছে। ২০১৭ সালে প্রাণ হারিয়েছেন ৩জন সাংবাদিক।''


রিপোর্টে অভিযোগ করা হয়েছে,''নরেন্দ্র মোদীর বেতনে' কাজ করছে 'ট্রোল আর্মি'। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে সাংবাদিকদের মুখ বন্ধ করে ব্যবহার করা হচ্ছে প্রশাসনকে। দেশদ্রোহিতার অভিযোগে কোনও সাংবাদিককেই ধরা হয়নি। তবে সেন্সরশিপ চলছে।''   


কাশ্মীরের মতো রাজ্যে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ''বিদেশ সাংবাদিকদের খবর সংগ্রহে বাধাদান এবং ইন্টারনেট বন্ধ করে রাখা হয়। কেন্দ্রীয় সরকারের সম্মতিতেই স্থানীয় কাশ্মীরি সাংবাদিকদেরও নিশানা করে সেনা।''        


  আরও পড়ুন- যৌন নির্যাতনের শিকার বালকদের ক্ষতিপূরণের সওয়াল মানেকা গান্ধীর