নিজস্ব প্রতিবেদন : মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিস সইদের মুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া সমালোচনা করল ভারত। পাকিস্তানের এই সিদ্ধান্তকে অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন কাজ বলে বৃহস্পতিবার মন্তব্য করেছে ভারতীয় বিদেশমন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রভেশ কুমারের প্রতিক্রিয়া, ''হাফিজ সইদ নিজেই স্বীকার করেছে সে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। মুম্বই হামলা-সহ ভারতের বুকে একাধিক সন্ত্রাসবাদী হামলার পিছনে রয়েছে জামাত-উদ-দাওয়া প্রধানের। এমনকী সন্ত্রাস ছ়ডানোর অভিযোগে তাকে ও তার সংগঠনকে নিষিদ্ধও ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতে হাফিজ সইদকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।''


গত জানুয়ারি থেকে পাকিস্তানে গৃহবন্দি ছিল হাফিজ সইদ। বড় কোনও বাধা না আসলে বৃহস্পতিবারই তাকে মুক্তি দিতে পারে পাক প্রশাসন। ওদিকে, ফের ভারতে সন্ত্রাস ছড়ানোর হুমকি দিয়েছে হাফিজ। পাশাপাশি, কাশ্মীরকে দ্রুত 'স্বাধীন' করা হবে বলেও হুমকি দিয়েছে এই জঙ্গি নেতা।


আরও পড়ুন- অসৌজন্যের তেজ-প্রতাপ! বিয়ের আমন্ত্রণ পেয়ে আগুন লাগানোর হুমকি লালুপুত্রের