ওয়েব ডেস্ক: দেশের সপ্তম নেভিগেশন উপগ্রহকে সফলভাবে কক্ষে স্থাপন করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আজ শ্রীহরিকোটা থেকে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (IRNSS) -1G উপগ্রহটিকে নিয়ে উড়ে যায় পি এস এল ভি - C33। আর এই  উপগ্রহটি কক্ষে স্থাপন করেই নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের বৃত্ত সম্পূর্ণ করল ভারত।


গত মার্চে ষষ্ঠ নেভিগেশন উপগ্রহটি উত্ক্ষেপন করেছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। ৭টি উপগ্রহকে কক্ষে স্থাপন করতে খরচ হয়েছে ১ হাজার ৪২০ কোটি টাকা। ১ হাজার ৪২৫ কিলোগ্রামের সপ্তম উপগ্রহটি ১২ বছর টানা কাজ করতে পারবে।