নিজস্ব প্রতিবেদন: নেপালের পরিকাঠামোগত উন্নতিতে বড়সড় ভূমিকা নিতে চলেছে ভারত। এ দিন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন নেপালের সব ধরনের উন্নতিতে সাহায্য করবে ভারত। ভারতকে নেপালের সঙ্গে জুড়তে তৈরি করা হবে রেলপথও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 শনিবার নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মোদী। এরপর ভারত-নেপাল তেলের পাইপলাইনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।


আরও পড়ুন-এসপি-র সামনেই মনোনয়ন জমা দিচ্ছে মাওবাদীরা, অভিযোগ অনুব্রতর; পাল্টা মুকুলেরও


এ দিন সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, নেপালের সঙ্গে রেল ‌যোগা‌যোগ স্থাপনের কাজ করবে ভারত। নেপালের পরিকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি ক্ষেত্র নিয়ে কথা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ভাল সম্পর্ক রয়েছে দু'দেশের মধ্যে। 


আরও পড়ুন-ভারোত্তলক ভেঙ্কটের হাত ধরেই কমনওয়েলথে ভারতের চতুর্থ সোনা এল


অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী ওলিও দু'দেশের সুসম্পর্কের কথা বলেন । তিনি জানিয়েছেন, কৃষিক্ষেত্রে ভারত প্রভূত উন্নতি করেছে। সেখান থেকে অনেক কিছু শিখতে পারে  নেপাল। কৃষি, রেল ও অন্যান্য যোগা‌যোগ ব্যবস্থার উন্নতি করতে হবে।