২০১৭-১৮ অর্থবর্ষে ১৮০০ কোটির ডিজিটাল লেনদেন হবে : অর্থমন্ত্রক
নিজস্ব প্রতিবেদন : নোট বাতিলের পর ডিজিটাল লেনদেন ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলতি বছর মার্চের পর থেকে বৃদ্ধির হার আরও বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। চলতি অর্থবর্ষে দেশে ১৮ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হবে বলেই অনুমান মন্ত্রকের।
অর্থমন্ত্রকের তথ্য অনুসারে চলতি বছর অক্টোবর পর্যন্ত ডিজিটাল লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় যা উল্লেখযোগ্য ভাবে বেশি। মন্ত্রকের দাবি, ২০১৬-র নভেম্বরে নোট বাতিলের পর থেকে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেন কিছুটা কম ছিল। কিন্তু, মার্চে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে দেশজুড়ে লেনদেন বাড়তে শুরু করে। মার্চ ও এপ্রিলে আনুমানিক ১৫৬ কোটি টাকা করে লেনদেন হয় গোটা দেশে। তারপর থেকে অবশ্য প্রতিমাসে ডিজিটাল লেনদেন ১৩৬ থেকে ১৩৮ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করেছে।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের রায়ে অন্ধকারে কয়েক হাজার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ভবিষ্যত্
অর্থমন্ত্রেক স্থায়ী কমিটিতে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা গেছে, গত কয়েকমাসে প্রতিদিনই লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে ইউপিআই-ভিম, আইএমপিএস, এম-ওয়ালেট, ডেবিট কার্ড ব্যবহার করেই লেনদেনে স্বচ্ছন্দ বোধ করছেন।
এখানেই শেষ নয় মন্ত্রকের আরও দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করার পরই দেখা গেছে দেশজুড়ে টাকা জমানোর প্রতি গ্রাহকদের ঝোঁকও অনেকটাই বেড়েছে।