নিজস্ব প্রতিবেদন: ভারতের কাছ থেকে ৩ কোটি কোভিড টিকা কিনবে বাংলাদেশ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার বানানো টিকা ভারতের থেকে কিনবে এই প্রতিবেশি দেশ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই টিকা ভারতে বানাচ্ছে পুণের সিরাম ইনস্টিটিউট। তাদের সঙ্গে বৃহস্পতিবার চুক্তি করে বাংলাদেশ সরকার। শনিবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন,  ভারতে ট্রায়ালের পর প্রথম দফায় ৩ কোটি টিকা কিনবে বাংলাদেশ।


আরও পড়ুন: শৌচাগারের জল মেশানো হচ্ছে ফুচকার টকজলে! ফুচকাওয়ালাকে শিক্ষা দিলেন স্থানীয়রা


এই মুহূর্তে বাংলাদেশে কোভিড আক্রান্তের সংখ্যা পাঁচ  লাখের কাছে। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ২১ জনের।


 প্রসঙ্গত, এ বছরের শেষ লগ্ন থেকেই কোভিড-টিকা আসতে চলেছে বাজরে। এই দৌড়ে যে যে সংস্থা এগিয়ে রয়েছে তাদের মধ্যে অন্যতম সিরাম ইনস্টিটিউট।