ওয়েব ডেস্ক :  ২০২২ সালের মধ্যে সন্ত্রাসবাদ, মাওবাদী সমস্যার সমাধান হয়ে ‌যাবে। এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অারও পড়ুন-উত্তরবঙ্গে ফের চালু হচ্ছে এনবিএসটিসির বাস পরিষেবা


শুক্রবার লখনউয়ে এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, দেশে মাওবাদী, জঙ্গি, কাশ্মীরের মতো একাধিক সমস্যা রয়েছে। এই সমস্যা নিয়ে বিস্তারিত বলার কোনও প্রয়োজন নেই। তবে আপনাদের আশ্বস্ত করতে চাই আগামী ২০২২ সালের মধ্যে দেশবাসী ‘নতুন ভারত’ দেখবে। ওইসব সমস্যার সমাধান হয়ে ‌যাবে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতেও জঙ্গিদের দমন করে ফেলা হবে।


আরও পড়ুন-প্রথম অসামরিক ব্যক্তি হিসেবে চৌখাম্বা শৃঙ্গজয় দুই বাঙালির


রাজনাথ এদিন আরও বলেন, ‌'যদি দেশের মানুষ ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করে ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়ে ‌যায় তা হলে স্বাধীনতার সত্তর বছর পরও দেশের উন্নতি তেমন কিছু কেন হল না! দেশবাসীকে নতুন ভারত উপহার দেওয়ার পরিকল্পনা করার জন্য আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতে চাই। সাধারণ মানুষকে এখন দুর্নীতি মুক্ত, জঙ্গি মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত ভারত তৈরি করতে হবে। মহাত্মা গান্ধী পরিচ্ছন্নতার বিষয়টি বুঝতেন। কিন্তু এই অভি‌যানকে একটি আন্দোলনের রূপ দিয়েছেন মোদীজি।'