ওয়েব ডেস্ক : মহাকাশে পাড়ি দিল দেশের নতুন মৌসম উপগ্রহ ইনস্যাট 3DR। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে আজ দুপুর ৪টে বেজে ৫০ মিনিটে GSLV-FO 5 রকেটে রওনা হয় উপগ্রহটি। এই উপগ্রহের মাধ্যমে সাগরের উষ্ণতার উপর নজরদারি ও দেশের আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস  সহজেই মিলবে বলে দাবি বিজ্ঞানীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি এই উপগ্রহটি শুধুমাত্র আবহাওয়ার খবরই দেবে তাই নয়, ভারতের সীমান্ত রক্ষায় এবং বায়ুসেনার কাজে বড় ধরনের ভূমিকাও পালন করবে। এই উপগ্রহটি মহাকাশে ইতিমধ্যেই নিজের কক্ষপথে প্রতিস্থাপন করা হয়েছে। আগেই পাঠানো INSAT-3DR-এর সঙ্গে এই উপগ্রহটি একসঙ্গে কাজ করবে বলে জানা গেছে।