৪ জওয়ানের মৃত্যুর বদলা; নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাল্টা আঘাত ভারতের, খতম ৩ পাক সেনা
শনিবার রাজৌরি সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সদের গুলিতে নিহত হয় এক মেজর সহ মোট ৪ সেনা জওয়ান
নিজস্ব প্রতিবেদন: এক মেজর সহ ৪ জওয়ানের মৃত্যুর বদলা। তিন পাকিস্তানি সেনাকে খতম করল সেনাবাহিনী। সেনার মৃত্যুর খবর স্বীকার করল পাকিস্তান সেনা।
সোমবার রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়াল কোট এলাকায় ঢুকে ৩ পাক সেনাকে খতম করল ভারতীয় সেনা। আহত আরও ৫ সেনা। খবর এণএনআই সূত্রে। পাক সেনার মিডিয়া শাখা আইএসপিআর-কে উদ্ধৃত করে দ্যা ডন এর খবর, ‘গুলিবিনিময় শুরু হয় রাওয়াল কোটের রুখ চাকরি সেক্টরে। জোরাল জবাব দিয়েছে পাকিস্তানও।’
উল্লেখ্য, গত শনিবার রাজৌরি সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সদের গুলিতে নিহত হয় এক মেজর সহ মোট ৪ সেনা জওয়ান। নিহতদের মধ্যে ছিলেন মেজর মনোজ মোহারকর, লান্স নায়েক গুরমেইল সিং, সিপাই পরগত সিং ও লান্স নায়েক কুলদীপ সিং। এ ব্যপারে বলতে গিয়ে সেনার তরফে বলা হয়েছে, ভারতীয় সেনা পাকিস্তানি রেঞ্জার্সদের গোলাগুলির যোগ্য জবাব দিয়েছে।
প্রসঙ্গত, এবছর ১০ ডিসেম্বর পর্যন্ত ৭৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। ওই গুলিতে মৃত্যু হয়েছে ৩০ জনের। এর মধ্যে রয়েছেন ১৪ জন সেনা, ৪ বিএসএফ জওয়ান ও ১২ সাধারণ নাগরিক।
আরও পড়ুন-''আমরা তৈরি'', দক্ষিণ আফ্রিকা সফরের আগে হুঙ্কার ঋদ্ধিমান সাহার