ওয়েব ডেস্ক : সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সেনাবাহিনীর কাজ। কিন্তু যদি প্রয়োজন হয়, তাহলে সেখানে শক্তি প্রদর্শন করতেও পিছপা হবে না ভারতীয় সেনা। আজ এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই হুশিয়ারি দিলেন ভারতের নয়া সেনাপ্রধান বিপিন রাওয়াত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল বিপিন রাওয়াত


পাঠানকোটে ভারতীয় সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সীমান্ত অশান্ত। পাকিস্তানের পক্ষ থেকে বারবার সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘণ করা হয়েছে। ইতিমধ্যেই সীমান্তে পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে ৬০ জন ভারতীয় সেনার। তবে, সেই হামলার পালটা জবাবও দিয়েছে ভারত। গতকালই দেশের ২৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত।