নিজস্ব প্রতিবেদন: বহুদিন পরে মুখ খুললেন সোনিয়া গান্ধী। এবং মুখ খুলেই সমালোচনায় ভরিয়ে দিলেন মোদী সরকারকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এআইসিসি-র সাধারণ সম্পাদক ও বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক ছিল সোনিয়ার। সেখানেই তিনি বলেন, 'দেশের গণতন্ত্র সব থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে'। কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার করলেন সোনিয়া। মোদী সরকারকে তোপ দেগে কংগ্রেস সভানেত্রী মন্তব্য করলেন, তিনটি কালা আইনের মাধ্যমে মোদী সরকার ভারতের কৃষিনির্ভর অর্থনীতির মূলে আঘাত করছে।
 
রবিবার দলীয় নেতাদের কাছে সোনিয়া বলেন, 'ভারত ফসল উৎপাদনে যে সাফল্য অর্জন করেছে তা ষড়যন্ত্র করে কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে ছোট চাষি, ভাগচাষি, শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জীবন ও জীবিকা অস্তিত্ব সঙ্কটে। এই ষড়যন্ত্রকে পরাস্ত করতে জোটবদ্ধ হওয়া আমাদের একান্ত কর্তব্য।' দলিতদের বিরুদ্ধে অত্যাচার বাড়ছে, এ দিকে দোষীদের শাস্তি না দিয়ে বিজেপি অপরাধীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস সভানেত্রীর। মোদী সরকারের করোনা মোকাবিলার পন্থা নিয়েও সমালোচনা করেন সোনিয়া। তাঁর দাবি, অযোগ্যতা ও অব্যবস্থাপনার ফলে দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার ভারতের অর্থনীতিকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে চলেছে বলেও অভিযোগ কংগ্রেস সভানেত্রীর।


আরও পড়ুন: বিশ্বমঞ্চে ফের বাঙালির মুখ উজ্জ্বল করলেন অমর্ত্য