ওয়েব ডেস্ক: নিরাপত্তার ঘুলঘুলিতে লুকিয়ে থাকা ফাঁক-ফোকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বেঙ্গালুরুর এক হ্যাকার, এরপরই পুরস্কার হিসেবে সারা জীবন তাঁকে ফ্রি-রাইড 'গিফট' করল মার্কিন পরিবহন কোম্পানি উবার। ভারত সহ আমেরিকায়, যেখানে যখন খুশি উবার রাইড নিতে পারবেন ভারতীয় হ্যাকার আনন্দ প্রকাশ, দিতে হবে না একটা টাকাও, এটাই তাঁর পুরস্কার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন মুলুকের সান ফ্রান্সিস্কো বেসড পরিবহন কোম্পানি উবারের কাছে অনুমতি নিয়েই উবারের মধ্যেকার একটা ছোট্ট ফাঁক-ফোকর বের করেছেন আনন্দ প্রকাশ। কী সেই ফাঁক-ফোকর? উবার অ্যাপ্লিকেশনেই ছিল এমন একটি জায়গা যেটা ব্যবহার করে বিনা পয়সায় উবার রাইড নিতে পারতেন গ্রাহকরা। গোটা বিশ্বে ৫২৮টি শহরে উবার পরিষেবা চালু আছে, সর্বত্রই উবরের 'ত্রুটি'তে ফ্রি-রাইডের ব্যবস্থা মজুত ছিল। উবারকে তার লোকসানের পথ বলে দিয়ে আনন্দ প্রকাশ নিজে জিতে নিয়েছেন ফ্রি-রাইডের পুরস্কার।