নিজস্ব প্রতিবেদন: কোভিডের দ্বিতীয় ওয়েভে কেন্দ্রের ভূমিকা নিয়ে কার্যত হতাশ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। শনিবার এক অফিসিয়াল বিবৃতিতে আইএমএ (IMA) জানায়, 'কোভিডের দ্বিতীয় ওয়েভে যে সঙ্কটময় অবস্থা তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত উদাসীন মনোভাব ও অনুপযুক্ত পদক্ষেপ দেখে আমরা স্তম্ভিত।' আইএমের অভিযোগ, বিশেষজ্ঞদের পরামর্শ কার্যত 'ডাস্টবিন'এ ফেলে দিয়েছে সরকার। গ্রাউন্ড রিয়েলিটি না বুঝেই সিদ্ধান্ত নিচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ক্ষমার অযোগ্য অপরাধ, করোনার মোকাবিলা না করে টুইট মুছতে ব্যস্ত ছিলেন Modi: Lancet


 



কোভিডের বাড়বাড়ন্তের প্রতিকার হিসেবে পূ্র্ণ লকডাউনের (Countrywide Lockdown) পক্ষেই সওয়াল করেছে আইএমএ। আলাদা আলাদা রাজ্য়ে ১০-১৫ দিনের লকডাউন নয়, সুপরিকল্পিতভাবে হাতে সময় রেখেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা উচিত বলে দাবি আইএমএর। বিবৃতিতে স্পষ্ট অভিযোগ, 'তাঁদের প্রস্তাব সত্ত্বেও লকডাউন করেনি কেন্দ্র। আজ প্রতিদিন ৪ লক্ষের বেশি সংক্রমণ হচ্ছে। অন্তত ৪০ শতাংশ রোগীর অবস্থা খুবই খারাপ।' এমনকি দেশজুড়ে অক্সিজেন সঙ্কটের (Oxygen Crisis) জন্যও কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কার্যত তুলোধনা করেছে আইএমএ। দেশে যথেষ্ট অক্সিজেন রয়েছে, কিন্তু বিতরণে ভুল হচ্ছে, মত তাঁদের।


আরও পড়ুন: ব্যবহার একমাত্র জরুরি ক্ষেত্রেই, DRDO-র তৈরি করোনার ওষুধে ছাড়পত্র কেন্দ্রের


শুধু আইএমএ নয়, কোভিড মোকাবিলায় ব্যর্থতা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন বিখ্যাত মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটের সম্পাদকীয় (Medical Journal The Lancet  editorial)। তাদের অভিমত, বিপর্যয়ের সময় প্রধানমন্ত্রী যেভাবে সমালোচনা দমন উঠে-পরে লেগেছিলেন, তা ক্ষমার অযোগ্য অপরাধ।