ওয়েব ডেস্ক : ফের ভারতের জাতীয় পতাকার অবমাননা। শপিং জায়ান্ট অ্যামাজনের পর এবার জ্যাজল ডট কম। ভারতের তেরঙা পতাকার নকশায় জ্যাজল ডট কমে বিক্রি হচ্ছে চটি, শ্যু, কনভার্স, পাম্পশ্যু।  বিক্রি হচ্ছে ৭৪ ডলার থেকে ৮০ ডলারে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই ফের নিন্দার ঝড় উঠেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দুদিন আগেই অ্যামাজনে তেরঙার নকশায় পাপোষ বিক্রিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছিল। সেখানেই শেষ নয়। তেরঙা নকশায় জুতোও বিক্রি হতে দেখা যায় অ্যামাজনে। কড়া ভাষায় এর প্রতিবাদ জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। অ্যামাজন কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে ও ওইসব পণ্য সরাতে নির্দেশ দেন তিনি। তারপরই মার্কিন শপিং পোর্টাল জ্যাজলের ঘটনা সামনে আসতে নতুন করে দেখা দিয়েছে বিতর্ক।


আরও পড়ুন, পাপোষের পর এবার জুতো, ভারতের পতাকাকে অবমাননা করার আরও এক নজির অ্যামাজনের


ভারতের পতাকার রঙে পাপোষ বিক্রি হচ্ছে অ্যামাজনে, প্রতিবাদ করলেন বিদেশমন্ত্রী সুষমা