ওয়েব ডেক্স : আগামী বছর থেকে ব্যাঙ্কের মতই কাজ করবে পোস্ট অফিস। এব্যাপারে আজ কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে একটি ছাড়পত্র দেওয়া হল। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নামে এই পরিষেবা আগামী বছর মার্চ মাস থেকে গ্রাহকরা পাবেন বলে জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় জনসংযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, "ভারতে ১.৫৪ লাখ ডাক কর্মী রয়েছেন। ফলে, এই পরিষেবা চালু হলে এর সুফল ভোগ করবেন কোটি কোটি মানুষ। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন জায়গায় ৬৫০টি শাখা খোলা হবে এই পোস্ট পেমেন্ট ব্যাঙ্কিংয়ের।" ইতিমধ্যেই বিশ্বের কয়েকটি নামীদামী সংস্থা ভারতীয় ডাকঘরের এই পরিষেবায় বিনায়োগের ইচ্ছে প্রকাশ করেছে।   


কী কী সুবিধা মিলতে পারে এই পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে-



১) প্রথম পর্যায়ে দেশজুড়ে থাকছে ৫, ০০০ এটিম কাউন্টার।
২) পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক-এর মাধ্যমে বিভিন্ন ধরনের কর, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জমা দেওয়া যাবে।  
৩) মিলবে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার মতো সুযোগ।