নিজস্ব প্রতিবেদন: নয়া দিল্লি ও হাওড়া থেকে চলাচলকারী বেশকিছু স্পেশাল ট্রেনের সময়সূচি বদল করল ভারতীয় রেল। ওই নতুন সময়সূচি বলবত হবে আগামী ১১ জুলাই থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়া দিল্লি থেকে হাওড়া ভায়া পাটনা ও ভায়া ধানবাদ স্পেশাল ট্রেনের ফ্রিকোয়েন্সি কম করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।


আরও পড়ুন-এই প্রথম ডোর-টু-ডোর CORONA টেস্টিংয়ের পথে হাঁটল এই রাজ্য


নতুন সময়সূচি


** হাওড়া থেকে হাওড়া স্পেশাল ভায়া পাটনা স্পেশাল ট্রেন(০২৩০৩) চলবে একমাত্র শনিবার। নতুন সময়সূচি লাগু হবে ১১ জুলাই থেকে।


** দিল্লি থেকে নয়াদিল্লি-হাওডা় স্পেশাল(০২৩০৪) ভায়া পাটনা  স্পেশাল ট্রেন চলবে একমাত্র শনিবার। নতুন সময়সূচি লাগু হবে ১২ জুলাই থেকে।
 
** হাওড়া থেকে হাওড়া-নয়াদিল্লি স্পেশাল(২০৩৮১) ভায়া ধানবাদ চলবে একামাত্র বৃহস্পতিবার। নতুন সময়সূচি লাগু হবে ১৬ জুলাই থেকে।


** নয়া দিল্লি থেকে নয়া দিল্লি-হাওড়া স্পেশাল(০২৩৮২) ভায়া ধানবাদ চলবে একমাত্র শুক্রবার। নতুন সময়সূচি লাগু হবে ১৭ জুলাই থেকে।


পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ওইসব স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ১০ জুলাই পর্যন্ত ও নয়া দিল্লি থেকে ১১ জুলাই পর্যন্ত পুরনো সময়সূচি অনুযায়ী চলবে। তারপর নতুন নিয়মে চলাচল করবে ট্রেনগুলি।


আরও পড়ুন-বিকাশের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টে কুরুচিকর পোস্ট, কাঠগড়ায় বিজেপি


উল্লেখ্য, জুন মাসেই রেল বোর্ড ঘোষণা করে দেয়, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মেইল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি ১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত সব বুকিং বাতিল করে দেয় রেল। সেই টাকার পুরোটাই ফেরত দেওয়ার কথা ঘোষণা করে রেলবোর্ড।