নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে এসি কোচের যাত্রীদের চাদর, কম্বল দেওয়া বন্ধ করেছিল রেল। সংক্রমণ কমে যাওয়ায় এবার যাত্রীদের জন্য ফের চালু করে দেওয়া হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এসি কোচে বন্ধ করে দেওয়া হয় কম্বল ও চাদর। তবে দেওয়া শুরু করা হয় একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো বেডরোল কিট। কিন্তু তার যাত্রদের কিনে নিতে হত। এবার সেই অতিরিক্ত টাকা দেওয়া থেকে মুক্তি পাবেন যাত্রীরা। 


এদিকে, করোনা পরিস্থিতি অনেকটাই চলে যাওয়ায় ধীরে ধীরে অন্যান্য ব্যবস্থাও চালু করছে রেল। গ্রুপ টিকিটের ক্ষেত্রে পদ্ধতি আরও সরলীকরণ করা হচ্ছে। গোটা ট্রেন বা কোনও একটি কোচ বুক করার ক্ষেত্রে পদ্ধতি অনেক সহজ করা হচ্ছে।


রেল সূত্রে খবর, এখন থেকে কোচ বা গোটা ট্রেন বুকিং কোনও যাত্রী তাঁর কাছাকাছি স্টেশন থেকেই করতে পারবেন। কোনও বিয়ের ক্ষেত্রে ট্রেনের কোচ বুক করতে গেল আইআরসিটিসির ওয়েবসাইট থেকেও তা বুক করা যাবে। তবে প্রত্যেকটি টিকিটের জন্য ৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে।  


এছাড়াও কোনও ট্রেন বুকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা আগে থেকেই রেলকে জমা রাখতে হবে। সফর শেষ হয়ে গেলে ওই টাকা ফেরত দেওয়া হবে। ওই টাকার উপরে কোনও সার্ভিস ট্য়াক্স, ভ্যাট বা জিএসটি দিতে হবে না। 


আরও পড়ুন-'বিরোধীদের মুখ তো এখন কেজরি, চ্যালেঞ্জের মুখ মমতার নেতৃত্ব', আপ-র ফল নিয়ে সরব সুকান্ত মজুমদার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)