নিজস্ব প্রতিবেদন: ভারতীয় রেলে এবার বড় মাপের বেসরকারি বিনিয়োগ! এরকমই এক পরিকল্পনা করেছে রেল।
দেশজুড়ে মোট ৬০০ রেল স্টেশনকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। আর সেই কাজ করার জন্য রেল স্টেশনগুলিকে ৯৯ বছরের জন্য বেসরকারি সংস্থার হাতে লিজ দেওয়া হবে। তবে নতুন করে স্টেশনগুলিকে সাজানোর ক্ষেত্রে ২৫-৫০ শতাংশ কাজ করে দেবে রেল। বাকীটা করবে বেসরকারি সংস্থা।
আরও পড়ুন-শ্রীদেবী-কে দুবাইতে রেখে কেন মুম্বই ফেরেন বনি কাপুর?
এবার সাধারণ বাজেটে রেল স্টেশনগুলি আধুনিকিকরণের করার কথা বলেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গোটা প্রকল্পের জন্য খরচ হবে ১ লাখ কোটি টাকা। সরকার প্রাথমিক ভাবে বরাদ্দ করেছে ৩,৩৩০ কোটি টাকা। বাকি টাকা বাজার থেকে তোলার পরিকল্পনা করা হয়েছে।
প্রাথমিকভাবে মোট ১৩০টি স্টেশনে কাজ শুরু করবে রেল। কোনও রেল স্টেশনের ২৫-৫০ শতাংশ কাজ করে দেওয়ার পরও ‌যদি সেখানে কাজ করার মতো কোনও সংস্থা না পাওয়া ‌যায় তাহলে সেই কাজ রেলই করবে। ইতিমধ্যেই সাপুরজি পালানজি, ডিএলএফ, রিলায়েন্স জিএমআর গ্রুপ রেলের ওই কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।