বিভিন্ন দুর্নীতিমূলক কাজে যুক্ত থাকার অপরাধে ৩৮ হাজার রেলকর্মীর শাস্তি ঘোষনা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার লোকসভায় এই ঘোষনা করেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গৌড়া জানান গত ৫ বছরে দেশের বিভিন্ন অংশ থেকে মোট ৪২ হাজার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এই পাঁচ বছরে দুর্নীতির অঙ্কের পরিমান ৮৮২ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন রেলকর্মীর কাছ থেকে ৬৮২ কোটি টাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে রেল।


সেইসঙ্গেই পার্সেল ভ্যানে লিজ দেওয়ার কথাও ঘোষনা করেন গৌড়া। এ দিনই নতুন প্রজন্মের দ্রুততর ই-টিকিটিং সিস্টেমও লঞ্চ করেন রেলমন্ত্রী।