নিজস্ব প্রতিবেদন : ১৫ অগাস্ট জাতীর উদ্দেশে ভাষণের সময় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ে সচেতনতার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রকৃতি ও পরিবেশের সুরক্ষার কথা ভেবে এবার প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিল ভারতীয় রেল। গান্ধী জয়ন্তী থেকে ৫০ মাইক্রনের কম ঘনত্ববিশিষ্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করছে ভারতীয় রেল। প্ল্যাটফর্ম, ট্রেনের কামরা বা দফতর, রেলের কোথাও সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করা চলবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  উত্তরাখণ্ডে বন্যায় ত্রাণ পাঠাতে গিয়ে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৩



যাত্রীদের থেকে প্যান্ট্রি কর্মীরা খাবার জলের খালি বোতল সংগ্রহ করবেন। এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে আইআরসিটিসি-কে। প্লাস্টিক বোতল ক্রাশ করার মেশিন দ্রুত সব স্টেশনে পাঠানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ভারতীয় রেল ব্যবস্থাকে প্লাস্টিক-মুক্ত করাই লক্ষ্য। রেল মন্ত্রকের পক্ষ থেকে সমস্ত ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২রা অক্টোবর প্লাস্টিকের ব্যবহার এড়াতে শপথ গ্রহণ করার ব্যবস্থা করতে। রেলের প্রতিটি জোনকে নির্দেশ দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম চত্বরে হকার ও ব্যবসায়ীরা যাতে প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করেন, সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।