ওয়েব ডেস্ক: অনেকটাই কমতে পারে রাজধানী, দুরন্ত ও শতাব্দীর মতো ট্রেনের টিকিটের দাম। ওইসব ট্রেনের ফেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম খতিয়ে দেখছে রেল মন্ত্রক। ফলে ভাড়া কমার একটা সম্ভাবনার কথা শোনা ‌যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফ্রেক্সি ফেয়ার সিস্টেম চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে রেলের ঘরে এসেছে ৫৪০ কোটি টাকা। কিন্তু একইসঙ্গে ‌ওই বিপুল ভাড়ার বিরুদ্ধে অভি‌যোগের পাহাড় জমা পড়েছে রেলের ঘরে। পরিস্থিতি এমন, যে বহু ক্ষেত্রে একই দূরত্বে বিমানের ভাড়াকে পিছনে ফেলে দিয়েছে রেলের ভাড়া। ফলে ফাঁকাই ছুটছে বহু নামি-দামি ট্রেন। ভাড়ার ঠেলায় ‌ওইসব ট্রেন এড়িয়ে চলছেন যাত্রীরা।


রাজধানী-দুরন্তের মতো ট্রেনের বিপুল ভাড়া প্রসঙ্গে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ফ্লেক্সি ফেয়ার সিস্টেম যাত্রীদের সমালোচনার মুখে পড়েছে।  তাই সাধারণ মানুষের পকেটে চাপ না বাড়িয়ে কীভাবে রেল আয় বাড়ানো যায় তা নিয়ে ফের ভাবনা-চিন্তা চলছে। এক্ষেত্রে ফ্লেক্সি ফেয়ার সিস্টেমে কিছু পরিবর্তনও আসতে পারে।


আরও পড়ুন-ক্রিকেট মাঠে হেলমেট কেন জরুরি, দেখুন ভিডিও