নিজস্ব প্রতিবেদন: দিন কয়েক আগে চিনের মান্দারিন ভাষাকে পাকিস্তানের জাতীয় ভাষার স্বীকৃতি দেওয়া নিয়ে শুরু হয়েছিল তুমুল জল্পনা। পরে পাক প্রশাসন জানায়, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার শোনা যাচ্ছে, ভারতীয় সেনাকে শেখানো হবে মান্দারিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডোকলাম নিয়ে প্রায় আড়াই মাস লড়াই চলেছিল ভারত-চিনের। এমন উত্তপ্ত পরিস্থিতি ফের তৈরি হতে পারে বলে আশঙ্কা ভারতের। সে জন্যই ইন্দো-টিবেটান বর্ডার পুলিসকে মান্দারিন শেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একবছরের কোর্সে মান্দারিন শিখেছেন আইটিপিবি-র দুই জওয়ান। চিনা সেনার কথাবার্তা বোঝার জন্য  জওয়ানদের মান্দারিন শেখানোর উপরে জোর দিয়েছে আইটিবিপি। চিনা ভাষা জানা থাকলে ভুল বোঝাবুঝিও এড়ানো যাবে।   


পিটিআই-এর প্রতিবেদনের দাবি, মধ্যপ্রদেশের রাইসেন জেলায় সাঁচি বিশ্ববিদ্যালয়ে চিনা ভাষা শেখানো হয়। সেখানেই জুলাই থেকে মান্দারিন শিখবেন আইটিবিপি-র ২৫ জন জওয়ান ও আধিকারিক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজেশ গুপ্তা বলেন, ''আমাদের শিক্ষন পদ্ধতিতে সহজেই মান্দারিন শিখতে পারবেন জওয়ানরা।''     


আরও পড়ুন- ভারতের মুসলিমরা রামের বংশধর, ওয়াইসিকে পাল্টা গিরিরাজের