ওয়েব ডেস্ক : ভ্রূণের বয়স মাত্র ২২ সপ্তাহ। জন্ম নিল ভারতের সবচেয়ে কনিষ্ঠ ও ছোট্ট শিশু। নাম নির্বাণ। ১২ মে নির্বাণ যখন জন্মগ্রহণ করে, তখন তার ওজন ছিল ৬১০ গ্রাম। জন্মের সময় নির্বাণের মাথা ছিল ২২ সেন্টিমিটার চওড়া ও ৩২ সেন্টিমিটার লম্বা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের ওই শিশুটিকে বলা হচ্ছে 'মিরাক্যাল বেবি'। জন্মের পর ফুসফুসে সমস্যা হওয়ায় ১৩২ দিন নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় নির্বাণকে। শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য চলে আপ্রাণ চেষ্টা। শেষমেশ যুদ্ধ জয় করেছেন চিকিত্সকরা। ১৪ জন চিকিত্সক ও ৫০ জন নার্সের একটি দল নির্বাণের চিকিত্সা করেন।


চিকিত্সকরা জানিয়েছেন, সময়ের অনেক আগেই জন্মগ্রহণ করলেও নির্বাণের মস্তিষ্কের গঠন স্বাভাবিক। স্বাভাবিক রয়েছে দৃষ্টিশক্তি ও শ্রবণ ক্ষমতা। সেইসঙ্গে ওই শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রেও কোনও শারীরিক সমস্যা নেই বলে জানিয়েছেন চিকিত্সকেরা। এদিকে, ভারতের সবচেয়ে কনিষ্ঠ ও ছোট্ট শিশুর জন্মগ্রহণের খবর একবার চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন, প্রতিবন্ধী আবাসিককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্ব-ঘোষিত বাবা!