ওয়েব ডেস্ক : আচমকা সিদ্ধান্ত। নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারত-পাকিস্তান, দু’দেশের বিদেশ সচিব। পাঠানকোটে জঙ্গি হামলার তদন্ত ও পাকিস্তানে NIA প্রতিনিধি দল যাওয়া নিয়ে কথা হল দু’পক্ষের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হার্ট অফ এশিয়ার একটি বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন পাক বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরী। সম্মেলনের যোগ দেওয়ার আগে তিনি চলে যান সাউথ ব্লকে। বৈঠকে বসেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের সঙ্গে।


গত ডিসেম্বরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পাকিস্তান সফরের সময়েই দু’দেশের বন্ধ থাকা আলোচনা ফের শুরুর বিষয়ে সম্মত হয় দু’পক্ষ। জানুয়ারিতে পাকিস্তান যাওয়ার প্রস্তুতিও সেরে ফেলেন জয়শঙ্কর। কিন্তু, পাঠানকোটে জঙ্গিহানার জেরে সেই আলোচনা আর হয়নি।


এদিকে, কয়েকদিন আগে পাক হাই কমিশনার আব্দুল বাসিত আচমকাই বলে বসেন, দু’দেশের আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত।