নিজস্ব প্রতিবেদন: প্রথম মহিলা আইজীবী হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন ইন্দু মলহোত্রা। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। শুক্রবার ইন্দু মলহোত্রার শপথগ্রহণ।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্দু মলহোত্রাকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সুপারিশ করেছিল শীর্ষ আদালতের কলেজিয়াম। সেই সুপারিশে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কেএম জোসেফের নামও সুপারিশ করেছিল কলেজিয়াম। ইন্দুকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলেও তা ঝুলেই ছিল। শেষমেশ শীর্ষ আদালতের বিচারপতি হতে চলেছেন তিনি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করবেন ইন্দু মলহোত্রা। 


প্রথম মহিলা হিসেবে বার থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ হলেন মলহোত্রা। তিনি সুপ্রিম কোর্টের সপ্তম মহিলা বিচারপতি। বর্তমানে শীর্ষ আদালতে দ্বিতীয় মহিলা বিচারপতি ইন্দু মলহোত্রা। অন্য আর একজন হলেন বিচারপতি আর ভানুমতী।  


আরও পড়ুন- অক্টোবরে বোধনের আগে পরীক্ষামূলক পথা চলা শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর নতুন রেকের