নিজস্ব প্রতিবেদন : এবার কি আমাদের টেলিভিশনের উপরে নজর রাখতে চায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক! এমনটাই অভিযোগ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিরোধী শিবিরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় মুক্ত স্বামী অসীমানন্দ-সহ ৫


কেন এরকম অভিযোগ? সম্প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রক একটা প্রস্তাব দিয়েছে, সেট-টপ বক্সে একটি চিপ জুড়ে দেওয়া হবে। ওই চিপটি জানিয়ে দেবে আপনি কোন চ্যানেল কতক্ষণ ধরে দেখছেন।
সরকারের ‌যুক্তি হল, চ্যানেলের দর্শকদের সম্পর্কে নির্ভূল তথ্য পেতে সাহা‌য্য করবে এই চিপ। চ্যানেলের দর্শকসংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য পেলে তা বিজ্ঞাপনদাতাদের পক্ষে ভাল হবে। কোন চ্যানেলের দর্শকসংখ্যা ঠিক কত তা তাদের সামনে স্পষ্ট হবে। এ ক্ষেত্রে সরকারি বিজ্ঞাপন দেওয়াও অনেক সুবিধে হবে।


আরও পড়ুন-কাউন্টিং পেন’, আশ্চ‌র্য আবিষ্কার করে তাক লাগাল কাশ্মীরি বালক


সরকারের এই পদক্ষেপকে সাধারণ মানুষের শোওয়ার ঘরে উঁকি দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজওয়ালা টুইটারে মন্তব্য করেছেন, ‘বিজেপির নজরদারির চেষ্টা এ বার ফাঁস হল। স্মৃতি ইরানি এখন চাইছেন চার দেওয়ালে মধ্যে আপনি কোন চ্যানেল দেখছেন তার উপরে নজর রাখতে। এর জন্য আপনার অনুমতির কোনও তোয়াক্কা করে না সরকার।’