নিজস্ব প্রতিবেদন : দেশের নিরাপত্তার মুকুটে যুক্ত হল নয়া পালক। বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করল স্করপেন ক্লাস সাবমেরিন আইএনএস কালভারি। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামণকে সঙ্গে নিয়ে জাতির উদ্দেশ্যে এই সাবমেরিন উত্সর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''কালভরি মেক ইন ইন্ডিয়ার সর্বোত্কৃষ্ট উদাহরণ।'' সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সাবমেরিন নৌসেনার মনোবল আরও বাড়াবে বলেই দাবি প্রধানমন্ত্রীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই কাজে ভারতকে সাহায্য করার জন্য ফ্রান্সকে ধন্যবাদ জ্ঞাপণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''ভারত মহাসাগর থেকে আরব সাগর, প্রতিটি এলাকাতেই দেশের দিকে এগিয়ে আসা বিপদ নিয়ে আমরা তত্পর। তাই আইএনএস কালভরি এই কাজে আরও উত্কর্ষতা আনবে।''


আরও পড়ুন- গুজরাটে চলছে শেষ দফার ভোট, নজর গোটা দেশের