সংবাদ সংস্থা: মন্দিরের প্রতিটি ইঞ্চিতে তাড়া তাড়া নোট, সোনার গয়না, হীরের অলঙ্কার। চোখ ধাঁধানো জৌলুসই এই মন্দিরের প্রধান আকর্ষণ। প্রাচীন প্রথা, রীতিনীতি আর সমৃদ্ধির মেলবন্ধনে আলোর উত্সবে যেন এক অনন্য রূপ পায় এই মন্দির। দীপাবলি উপলক্ষে ১০০ কোটি টাকা দিয়ে সেজে ওঠে মধ্যপ্রদেশের রতলামের মহালক্ষ্মী মন্দির।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতি বছর দীপাবলির সময়ে ভক্তরা তাঁদের টাকা, গয়না, মূল্যবান সম্পত্তি মন্দিরের গর্ভগৃহে রাখেন। সেগুলি দিয়েই মন্দির সাজানো হয়। বহু বছর ধরেই এই রীতি চলে আসছে। নিজের মূল্যবান সম্পত্তি মন্দিরে জমা করার জন্য এই সময়ে অনেক দূর থেকে ভক্তরা আসেন। মমতা পোরওয়াল নামে এক ভক্তের কথায়, ''আমি ছ'বছর ধরে এই মন্দিরে আসছি। আমি অত্যন্ত খুশি। আমি এই মন্দিরে যা-ই মানত করেছি, তা সত্যি হয়েছে।''


মন্দিরের পুরোহিত সঞ্জয় জানিয়েছেন, '' দীপাবলির সময়ে প্রায় ১০০ কোটি টাকার নোট দিয়ে সেজে ওঠে এই মন্দির। দিনে দিনে এই মন্দিরের সমৃদ্ধি বাড়ছে। এখন এমন অবস্থা হচ্ছে যে মন্দিরে এত সোনা গয়না, টাকা রাখাই অসম্ভব হয়ে যাচ্ছে।''


এত মূল্যবান জিনিসপত্র থাকার ফলে স্বাভাবিকভাবে মন্দিরের নিরাপত্তার দিক থেকে কোনও খামতি রাখা হয়নি। এএসপি প্রদীপ সিং বলেন, '' মন্দিরের এই সম্পত্তি অত্যন্ত মূল্যবান। যাতে কেউ একটা জিনিসও চুরি করতে না পারে, তার জন্য মন্দিরের গর্ভগৃহে কড়া নজরদারি রয়েছে। অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে।'' ভাইফোঁটার পর অলঙ্কার ও টাকা আবার ভক্তদের ফিরিয়ে দেওয়া হয় বলে মন্দির সূত্রে জানা গিয়েছে।