নারী দিবসে মহিলাদের অনুপ্ররণা স্নেহা-আরিফারা, লড়াইয়ের কাহিনি শেয়ার করলেন প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে
রবিবার সাত মহিলা তাঁদের লড়াইয়ের কথা শেয়ার করলেন প্রধানমন্ত্রীর সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে।
নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক নারী দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের মহিলাদের জন্য ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছিলেন,যেসব মহিলার জীবন অন্যের কাছে অনুপ্ররণা হয়ে উঠতে পারে তাদের কথা শেয়ার করা যাবে তাঁর সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে। রাবিবার এমনই সাত মহিলা তাঁদের লড়াইয়ের কথা শেয়ার করলেন প্রধানমন্ত্রীর সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে।
আরও পড়ুন-পরাজিতদের ওপরেই আস্থা, রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন অর্পিতা-মৌসম-দীনেশ
চেন্নাইয়ের স্নেহা মহাডোস লিখলেন তাঁর লড়াইয়ের কাহিনী। তাঁর হাত ধরে তৈরি হয়েছে ফুডব্যাঙ্ক ইন্ডিয়া। মায়ের কাছ অনুপ্রাণিত হয়ে গৃহহীনদের জন্য তৈরি করেছিলেন ফুডব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাঁর কর্মকাণ্ডের পরিচিতি দিয়ে একটি ভিডিয়ো পোস্টে করেছেন স্নেহা। লিখেছেন প্রধানমন্ত্রীর এই অ্যাউন্ট ব্যবহার করছি যাতে দেশে ক্ষুধার দুরীকরণের পক্ষে সচেতনতা গড়ে ওঠে।
শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে চলেছেন ডা মালবিকা আইয়ার। প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে নিজের কর্মকাণ্ডের কথা শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, কীভাবে মাত্র ১৩ বছর বয়সে বোমা বিস্ফোরণের শিকার মালবিকা শেষপর্য্ন্ত পিএইডি করেছেন। বিস্ফোরণে হাত উড়ে যায়, পায়েরও মারাত্মক ক্ষতি হয়। তার পরেও লড়াই থামেনি।
শ্রীনগরের এক হস্তশিল্পী শেয়ার করেছেন তার লড়াইয়ের কাহিনি। কাশ্মীরের হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া ও উপত্যকার শিল্পীদের উত্সাহ দেওয়ার কাজ করে চলেছেন আরিফা। প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন সেই কাহিনী।
আরও পড়ুন-নারীদিবসেই স্বপ্নভঙ্গ হ্যারিদের; ভারতকে দুরমুশ করে রেকর্ড পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
জল সংরক্ষণের জন্য কাজ করছেন হায়দরাবাদের কল্পনা রমেশ। পেশায় আর্কিটেক্ট কল্পনা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার সচেতনতা গড়ে তুলছেন। তাঁর দাবি, ছোট্ট একটি প্রচেষ্ঠার বড় প্রভাব হতে পারে।
মহারাষ্ট্রের বানজারা সম্প্রদায়ের শিল্পী বিজয়া পাওয়ার শেয়ার করেছেন তাঁর গল্প। বানজারা সম্প্রদায়ের হস্তশিল্প জনপ্রিয় করে তোলার নিরলস চেষ্ট করে চলেছেন বিজয়া। গত দুদশক ধরে কাজ করে চলেছেন।