চণ্ডীগড়ে প্রধানমন্ত্রীর যোগা (ভিডিও), দেশ থেকে বিদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস
আজ ২১ জুন। আন্তর্জাতিক যোগ দিবস পালনে ব্যস্ত গোটা বিশ্ব। সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ত রাজধানী। জোরকদমে চলছে শরীরচর্চা। তবে, দেশের চোখ আজ চণ্ডীগড়ে। কারণ ক্যাপিটল কমপ্লেক্সের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ।
ওয়েব ডেস্ক : আজ ২১ জুন। আন্তর্জাতিক যোগ দিবস পালনে ব্যস্ত গোটা বিশ্ব। সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ত রাজধানী। জোরকদমে চলছে শরীরচর্চা। তবে, দেশের চোখ আজ চণ্ডীগড়ে। কারণ ক্যাপিটল কমপ্লেক্সের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ।
অনুষ্ঠানের জন্য গতকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ফরাসি স্থপতি লে কর্বুসের পরিকল্পনায় তৈরি হওয়া এই ভবন। অনষ্ঠানে যোগ দেন পঞ্জাব এবং হরিয়ানার মোট তিরিশ হাজার ছাত্রছাত্রী। রাষ্ট্রপতি ভবনে প্রায় এক হাজার মানুষকে সঙ্গে নিয়ে সকালে যোগাসন করেন প্রণব মুখোপাধ্যায়ও। তবে শুধুই রাষ্ট্রপ্রধানরা নন। দেশের বিভিন্ন প্রান্তে আজ যোগদিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ৫৬ জন মন্ত্রী।
কলকাতায় যোগের অনুষ্ঠানে যোগ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তবে শুধুই দেশ নয়। মোট একশো পঁয়ত্রিশটি দেশে চলছে যোগচর্চা। শরীরচর্চায় ধুম বিদেশের মাটিতেও। যোগ চর্চায় মাতোয়ারা নিউইয়র্কের টাইম স্কোয়ার।
ভিডিওতে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগচর্চা,