নিজস্ব প্রতিবেদন: এবার ট্রেন থেকে নেমে আর ট্যাক্সি ধরার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না। ‌যাত্রীদের জন্য ট্যাক্সির ব্যবস্থাও করে দিচ্ছে রেল। সোমবার এমনটাই ঘো্ষণা করা হল রেলের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপাতত পরীক্ষামূলকভাবে চালু হলেও এবার টিকিটের সঙ্গে বুক করা ‌যাবে ওলা। এই বুকিং করা ‌যাবে রেলের ওয়েবসাইট ও অ্যাপ থেকে। ফলে ভারী মালপত্র নিয়ে আর ঝক্কির সম্ভাবনা নেই। এনিয়ে ওলার সঙ্গে রেলের একটি চুক্তি হয়েছে।


আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন আগুন, চাঞ্চল্য


রেল বোর্ড সূত্রে সংবাদ মাধ্যমের খবর, ‌যাত্রীরা সাত দিন আগে থেকে বা স্টেশনে পৌঁছেও ওলা বুক করতে পারবেন। এছাড়াও রেল স্টেশনে আইআরসিটিসির কাউন্টার ও ওলার কিয়স্ক থেকেও ওলা বুক করা ‌যাবে।