ওয়েব ডেস্ক : পারদ চড়ে রয়েছে। পাকিস্তানের 'কাশ্মীর' উস্কানির জবাব ভারত দিয়েছে বালোচ তাসে। আর এবার আকাশপথে ভারত-পাকিস্তান যুদ্ধটা শুরু হয়ে গেল বলে! ব্যাপারটা একটু খুলে বলা যাক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েক দিন ধরে ভারতের আকাশসীমা দিয়ে নির্দিষ্ট রুটের বাইরে ‌যে সব পাক বিমান উড়েছে, তা নিয়ে ইসলামাবাদকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্র। এবার ভারতীয় বিমানসংস্থাগুলির আশঙ্কা,  পাকিস্তান এবার পাল্টা ব্যবস্থা নিতে পারে। কারণ, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাওয়ার সময় অনেকটা পথ পাকিস্তানের আকাশে উড়তে হয়। আর তাই পাকিস্তানের আকাশপথই বয়কট করতে চায় ভারতীয় বিমানসংস্থাগুলি।


এই মর্মে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে চিঠি দিয়েছে একাধিক বেসরকারি বিমানসংস্থা যেমন জেট এয়ারওয়েজ়, ইন্ডিগো, স্পাইসজেট। চিঠি দিয়েছে এয়ার ইন্ডিয়াও। তাদের দাবি, অবিলম্বে সামরিক ব্যবহারের জন্য সংরক্ষিত আকাশপথ ব্যবহার করতে দেওয়া হোক। এরফলে সমুদ্রের ওপর দিয়ে ওড়ায় একদিকে ‌যেমন বাঁচবে উড়ানের জ্বালানি খরচ, তেমনই কমবে পরিবেশ দূষণও।