নিজস্ব প্রতিবেদন: শ্রীনগরের জাকুরায় হামলার দায় নিল আইসিস। আমাক নিউজ এজেন্সিতে এমনই দাবি করেছে জঙ্গি সংগঠনটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৭ নভেম্বর জাকুরায় জঙ্গি হামলায় শহিদ হন পুলিস কনস্টেবল। আহত হন এসপিও। পুলিস ও নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যায় মাগিজ আহমেদ মীর নামে এক জঙ্গি। জীবন্ত অবস্থায় ধরা পড়ে আর এক জঙ্গি।    


আরও পড়ুন- উঠল ভারত বিরোধী স্লোগান, আইএসের পতাকায় জড়িয়ে সম্পন্ন হল জঙ্গির শেষকৃত্য


ইসলামিক স্টেটের মুখপত্র আমাক নিউজ এজেন্সি। এই আমাককে উদ্ধৃত করে জিহাদি সরবরাহকারী সাইবার সিকিউরিটি নিউজ হিসেবে নিজেদের দাবি করা সাইট ইনটেল গ্রুপ টুইট করেছে, ইসলামিক স্টেট শ্রীনগরে হামলার দায় স্বীকার করছে। 



 


 


 


 


 


 


 


তেহরিক-উল-মুজাহিদিন ও গাজওয়াত-উল-হিন্দ নামে দুটি জঙ্গি সংগঠন ইতিমধ্যেই দাবি করেছে জাকুরায় তারা হামলা চালিয়েছে। তবে হামলায় নিহত জঙ্গি মাগিজ তেহরিক-উল-মুজাহিদিন সংগঠনের সদস্য। ওই জঙ্গির দেহ আইএস-এর পতাকায় মুড়ে কলিমা পড়ে বীরের মর্যাদায় শেষকৃত্য করেছিল স্থানীয়রা। পাশাপাশি স্ছানীয় কাশ্মীরিদের একাংশের বিক্ষোভেও আইএস-র পতাকা দেখা গিয়েছে। ফলে আইএস-এর যোগ থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা। যদিও হামলার পিছনে কারা ছিল, তা নিয়ে প্রশাসনের তরফে কোনও বিবৃতি মেলেনি।