ব্যুরো: ইসলামিক জঙ্গি সংগঠন আইসিসি এর পতাকা এবার উদ্ধার হল কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। বুধবার তিন জায়গা থেকে এই পতাকা পাওয়া গিয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় সেনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতা অবলম্বন করেছে বলে জানিয়েছেন সেনা প্রধান সুব্রত সাহা।


তিনি জানিয়েছেন ''সমস্ত নিরাপত্তা বাহিনী এই ঘটনাকে অতন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।'' তাঁর মতে আইসিস ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত বহু ব্যক্তিকে আকর্ষণ করতে চাইছে।


যদিও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন কাশ্মীরে আইসিস এর কোনও জঙ্গি গোষ্টী নেই। তাঁর মতে কিছু ব্যক্তি এই পতাকা টাঙিয়েছে। তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।


তিনি আরও জানিয়েছেন যারা এই পতাকা কাণ্ডের পিছনে জড়িত তাদের গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় যে ব্যক্তি এই পতাকা বানিয়েছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।


কিছু সূত্রের খবর ছয় পাকিস্তানি তালিবানি নেতা এবং কিছু স্থানীয় নেতা আইসিস ও এই গোষ্টী প্রধান আবু বাকর আল- বাগদাদির সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে।