জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজা সীমান্তের বড় অংশের দখল নিল ইজরায়েল বাহিনী। এমনটাই দাবি ইজরায়েল প্রতিরক্ষা মন্ত্রকের। ইজরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র অ্যাডিমিরাল ড্যানিয়েল হ্যাগারির দাবি ইজরায়েল গাজা সীমান্তের একাংশ ফের দখল করে নিয়েছে ইজরায়েলি সেনা। সীমান্তের প্রাচীরের একাংশ ভেঙে ফেলে হামাস। ইজরায়েলি সেনার দাবি, ইজরায়েলি এলাকায় ১৫০০ হামাস সদস্যের মৃতদেহ পাওয়া গিয়েছে। আপাতত আর কোনও হামাস সদস্য সীমান্ত পেরিয়ে ঢুকতে পারেনি। এলাকায় প্রতিটি বাড়িতে হামাস যোদ্ধাদের খোঁজ তল্লাশি চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা স্ত্রীর? হাড়হিম নৃশংস খুন চা-বাগান মালিক স্বামী!


এদিকে, ইজরায়েল সেনার দাবি, বেশকিছু হামাস সদস্য এখন ইজরায়েলি ভূখণ্ডে লুকিয়ে রয়েছে। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, গাজায় দুপক্ষের সীমানা প্রাচীরের কাছে থেকে সব ইজরায়েলিদের সরিয়ে নেওয়া হয়েছে। এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় পজিশন নিয়েছে ইজরায়েলি সেনা।


অন্যদিকে, অনুপ্রবেশের আশঙ্কায় ইজরায়েল-মিশর সীমান্ত সিল করে দিয়েছে ইজরায়েল। সিমান্তে কাজ করছে ইজরায়েলের ৩৫টি ব্যাটালিয়ান। প্রসঙ্গত, দুপক্ষের সংঘাতে এখনওপর্যন্ত ১৬০০ জনের মৃত্য়ু হয়েছে। ইজরায়েল ফোর্সের দাবি, গাজা থেকে অন্তত ৪৫০০ রকেট ছোড়া হয়েছে। পাল্টা ১২৯০ টার্গেটে হামালা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। হামালার হামলায় অন্তত ৯০০ ইজরায়েলির মৃত্যু হয়েছে। আহত ২৬১৬ জন।  অন্তত ৩০ জন ইজরায়েলিকে আটকে রেখেছে হামাস।



হামলার পর প্রায় ৭০ ঘণ্টা পার। এর মধ্যে একের পর এক হামাস টার্গেটে হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী। রিমাল ও খান ইউনুসের একের পর এক জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। এদিকে, ইজরায়েলের দাবি মোট ৩০ ইজরায়েলি নাগরিককে পণবন্দি করেছে হামাস। তাদের ছাড়িয়ে আনতে উদ্যোগ নিল কাতার। ইজরায়েলের জেলে আটক রয়েছে মহিলা ও শিশু মিলিয়ে প্যালেস্টাইনের মোট ৩৬ জন। তাদের বিনিময়ে যাতে ওইসব ইজরায়েলিদের ছেড়ে দেওয়া হয় সে ব্যাপারে কথাবার্তা বলার চেষ্টা করছে কাতার।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)